শঙ্কা
শঙ্কা
শঙ্কা
মানিক চন্দ্র গোস্বামী
আকাশ জুড়ে মেঘ জমেছে, আঁধারের ঘনঘটা,
মেঘের আড়ালে দিনের রবি হারিয়ে ফেলেছে ছটা।
চমকি উঠিছে দিগন্ত পারে ঝিলিক আলোকরেখা,
মাঠের কৃষক ত্বরা ঘরে ফেরে, অশনি গিয়েছে দেখা।
রুদ্র মূর্তি প্রকৃতির সাথে জীবন খেলায় মেতে,
খোয়া যেতে পারে অমূল্য প্রাণ অকালে ঝড়ের রাতে।
গাছের শাখা দোলনার মতো এদিক ওদিক দুলে,
বাঁচার লড়াই বজায় রেখেছে প্রকৃতির প্রতিকূলে।
সাগরের ঢেউ ফুঁসছে রাগে, আছাড়ি পড়িছে তটে,
জলজ প্রাণীর প্রাণ সংশয়, অস্তিত্ব সংকটে।
বাতাসের গায়ে শক্তি বেড়েছে, ছুটছে বাঁধনহারা,
উথালি পাথালি, পাগল সমীর এলোমেলো, দিশাহারা।
সাথীহারা পাখি নিরুপায় খোঁজে আপনার অনুরাগে,
ত্রস্ত মেঘেরা ছুটে চলে বেগে, বিচরণ বীতরাগে।
কানে ভেসে আসে শঙ্খ নিনাদ, প্রাণ কাঁপে চিন্তায়,
মাথার ওপরে এতটুকু ছাদ, উড়ে গেলে অসহায়।
