জীবনগাঁথা
জীবনগাঁথা
জীবনগাঁথা
মানিক চন্দ্র গোস্বামী
জীবন তোমার নির্মল হোক, বিশুদ্ধ, দাগহীন,
নিষ্কলঙ্ক চরিত্র তোমার কদাপি হবে না হীন।
মানব জীবন শ্রেষ্ঠ জীবন, করো না তারে হেয়,
মিষ্টি মধুর কণ্ঠস্বরে হয়ে যাও নমনীয়।
পরিমার্জিত ব্যবহার সাথে শালীনতার নজির,
মুগ্ধ হবে সকল জনে, মন্ত্রী থেকে উজির।
সংযত হোক কথাবার্তা, মাধুরী মেশানো স্বভাব,
সম্মান দিও গুরুজনে, হবে না আশীর্বাদের অভাব।
জ্ঞানীর কথা চলবে মেনে, সফল হবে কাজে,
প্রগতিশীল চিন্তাধারায় তৃপ্তি মনোমাঝে।
ভাবধারা হবে বন্ধুত্বের, শত্রুতা কভু নয়,
বইবে খুশির ঝর্ণাধারা, জীবন আলোকময়।
প্রেমের বাণী ছড়িয়ে দিও বিশ্ব চরাচরে,
উদ্ভাসিত আলোকধারা খেলবে প্রতি ঘরে।
নিমীলিত রবে চোখের আগুন, বইবে করুনাধারা,
প্রশান্তিতে ভরবে হৃদয়, আবেগ বাঁধনহারা।
পৃথিবীর যত সুখ ভরে যাবে হৃদয়ের আঙিনায়,
মনের কোণে খুশির রেখায় জীবন মহিমাময়।
