রোমন্থন
রোমন্থন
রোমন্থন
মানিক চন্দ্র গোস্বামী
চিরকালীন স্তব্ধ হবো যবে,
লিখবো না আর মন গড়ানো কথা,
আশঙ্কা যখন পূরণ হবে, জেনো
রইবে না আর বুকের মাঝে ব্যথা।
অতীতের স্মৃতি রোমন্থনের মাঝে,
চোখের কোণে অশ্রুকণার রেশ,
চাপা কান্নার গভীর আর্তনাদে
সম্পর্ক হঠাৎ হবে শেষ।
জীবনে যখন প্রাণ শক্তি ছিল,
উজাড় করেও সবার কাছে হেয়,
সারা জীবন পার করে অনায়াসে
কৃতকর্মের শাস্তি ছিল শ্রেয়।
উঠতে বসতে তকমা অপরাধীর,
ডুবিয়ে দিয়েছি হাল ভাঙা তরীটিরে,
ছেঁড়া পালে ঝোড়ো হাওয়ার দাপট,
ভরাডুবি জীবন নদীর তীরে।
চোখ বাঁধা কলুর বলদ সম
ঘানি টেনেও পাইনি ফোঁটা তেল,
জীবন কেটেছে কষ্টের সংসারে,
চমক দেয়নি জাদু কাঠির খেল।
হাওয়ায় ওড়া ফানুস গেছে ফেটে,
ধীরে ধীরে নেমেছে অতল তলে,
ব্যর্থতারই কাহিনী বুকে বয়ে,
হারিয়ে যাবো দূর আকাশের নীলে।
