কি আসে যায়
কি আসে যায়
কি আসে যায়
মানিক চন্দ্র গোস্বামী
মন্দ তোমার হয় যদি হোক,
ভালো না হলে আমার কি,
খুশিতে যদি ডিগবাজি দিই,
আমার আনন্দ, তোমার কি।
জগৎটা যে পাল্টে গেছে,
তোমার দুঃখে আমার কি,
বিত্তশালী আমায় দেখে
গরীব তুমি, তোমার কি।
থাকছো তুমি কুঁড়ে ঘরে,
সে সব ভেবে আমার কি,
আমার বিশাল অট্টালিকায়
অবাক হলেও তোমার কি।
পুড়ছো রোদে, ভিজছো জলে,
যতই কাঁদো, আমার কি,
ঘুরছি আমি গাড়ি চড়ে,
আরাম আমার, তোমার কি।
ক্ষুধা পেলেও ভাত জোটে না
উপোসী থাকো, আমার কি,
দামি খাবার পাচ্ছি ঘরেই,
আয়েসে খাবো, তোমার কি।
সারাদিন মাঠে, পথে ঘাটে,
ছুটছো তুমি, আমার কি।
আমার ঘরে সুখের হাওয়া,
বসন্ত ছোঁয়া, তোমার কি।
আমার এমন বৈভব দেখে
কষ্ট পেলে আমার কি,
তোমার কষ্টে মন গলিয়ে
হবে কোনো লাভ আমার কি?
