শিশির বাবুর স্বপ্ন
শিশির বাবুর স্বপ্ন
ঠিকানা হারিয়ে অন্য দেশে,
পৌঁছে গেলেন শিশির বাবু!
সেই দেশেতে আজব নিয়ম,
তাই সহজেই হলেন কাবু!
রংবেরঙ্গি ঘরবাড়ি,
আর চকমকে সব দোকান পাঠ;
দেখেই হলেন শিশির বাবু,
আনন্দেতে আটশো-আট!
নতুন দেশের চমক দেখে,
চক্ষু হলো ছানাবড়া;
হরেক মাল বুঝেই গেলেন,
দামের বেলায় ভীষণ চড়া!
চকচকে তার টেকো মাথা,
বাঙালিয়ানা সাজ-সজ্জায়;
সাহেব-মেম আশেপাশে,
শার্ট-প্যান্টের আধুনিকতায়!
ধীর গতিতে চলেন বাবু,
হাতির বেগে নড়ন-চরণ;
নতুন দেশে সবাই যেন,
দৌড়ে ছোটে ঘোড়ার মতন!
বুঝেই গেলেন বড়োই অমিল,
নিজের দেশই বরং ভালো;
ঘুম ভাঙতে বুঝেই গেলেন,
এটা একটা স্বপ্ন ছিল!