সাঁঝ বাতি
সাঁঝ বাতি
সূর্য্য গেলে অস্তাচলে সন্ধ্যারতি নৃত্যে
শুদ্ধ কর চিত্ত আমার পবিত্রতার বৃত্তে।
বনগোলাপের আতরমাখা মনমাতানো গন্ধে
ইন্দ্রকানন হার মানে সেই স্বর্গীয় আনন্দে।
ধূপ-দীপাদি শঙ্খনাদে ভরাওকাহার ধ্যানে
অপেক্ষিতা লভিতে প্রসাদে দাও সাড়া আহ্বানে।
আহ্বানে তার শুকানো পাথারনকরি প্রসন্ন,
ধন্য হবে নিখিলবিশ্ব, তুমিও হবে অনন্য।
মাঝ আঙিনায় তুলসিতলায় প্রদীপ জ্বালাও সাঁঝে,
যখন তোমার কনক কাঁকন ঝনক ঝনক বাজে,
মুগ্ধ আঁখি মেলিয়া দেখি তোমার সিঁথির পানে,
একটি হৃদয় চারণ ভূমি ধন্য করিলে গানে ।
যুগ যুগান্ত রহি অপেক্ষায় আশায় বক্ষ বেঁধে,
কখন আসে কোন সন্ধ্যায় গগন ওঠে কেঁদে ।

