পুনর্জীবন
পুনর্জীবন
এই গরম শহর জুড়ে,
ধুলোমাখা রোদ্দুরে,
ভেসে চলা ধুলোবালি,
আর তুমি আমি মিলে,
চলো এক নতুন গান গাই।
চার্চ রোডের কবর স্থান জুড়ে,
শুয়ে থাকা পুরনো শরিকদের,
চলো আর একবার পথ চলতে শিখাই।
কম্পাস দিকভ্রান্ত করে নাবিককে,
ঘন বৃষ্টিতে দৃষ্টি ঝাপসা হয়ে আসে,
বৃষ্টি নাকি কান্না?
আর শত বছরের চাপা পড়ে থাকা হাসি,
সেসব কথা বলতে আজ মানা।
কিন্তু তবুও বলবো আমি তোমাকে ভালোবাসি।
তুমি আমি জানি আর ইতিহাস জানে,
একোনো ফুলস প্যারাডাইস নয়।
চলো আজকে তোমার আমার গানে,
প্রেমের ফসিলস যেন আবার জীবন্ত হয়।
চলো আমরা সময় যন্ত্রের কারিগর হয়ে যাই,
আর অতীতকে করি বর্তমান।
চলো আমরা পুরনো ঘর নতুন করে বানাই,
আরো মনে করি সেই পুরনো প্রেমের গান।