প্রেমের চাওয়া
প্রেমের চাওয়া
সুন্দরী তুমি যদি ছুঁয়ে দাও
আমি এই হাতে ছোঁব না আর অসুন্দর কোনো;
ফুল হয়ে তুমি, যদি গন্ধ বিলাও
আমি মদের গন্ধকে আর চাইব না জেনো;
যদি তুমি পাখি হয়ে একটা গান শোনাও
আমি শয়তানের ডাকে সাড়া দেবো না;
যদি তুমি বৃষ্টি হয়ে আমায় ভিজিয়ে দাও
আমি মাঝরাতে নর্দমায় হেঁটে যাব না;
তুমি পারবে, তুমিই পারবে
তুমি যে নদী-জীবনের জাদুকরী-- ভাসাও ডোবাও;
নারী, পারবে, তুমিই পারবে
হে স্বপ্নচারিণী, প্রেম ভালোবাসায়
বাঁধো, বেঁধে ফেলো আমাকে সেই ভালবাসার বাঁধনে
এই পৃথিবীতে ঠিক শান্তি ফিরে আসবে;
নারী, প্রেম দাও, আমাকে ভালোবাসা দাও
কত ঘাতকের হাত থেকে পড়ে যাবে অস্ত্র!

