প্রাক্তন
প্রাক্তন


বইমেলার ভিড়ে আবার তোকে দেখলাম
নীল জিন্স আর হলুদ সোয়েটারে
অতীতের ভিড় সরিয়ে বাস্তবের মাটিতে
ধুসর স্মৃতি সরিয়ে উজ্জ্বল তুই ।
অনেকটা রোগা হয়ে গেছিস রে ,
মুখটাতেও ট্যান পড়েছে কয়েক প্রস্থ ,
কাজের চাপ বেড়েছে বোধ হয় ।
এলোমেলো আঙুলগুলো বইয়ের পাতা উল্টাচ্ছে
যাক ! বই পরার অভ্যাসটা ছাড়িসনি তাহলে ।
কিন্তু একি ! আজ কোনও বই পছন্দ হচ্ছেনা কেন ?
বাস্তবতার চাপে কি অগোছালো হয়ে গেলি তুই ?
এক স্টল থেকে অন্য স্টলে ছুটে বেরাচ্ছিস
কীসের খোঁজে ? কীসের টানে ?
অবস্থানটা আমার ও পাল্টিয়েছে রে ,
তোর পাশ থেকে আজ সোজা তোর পিছনে ।
ঘড়িটা আজ অবাধ্যর মতো এগিয়েই চলছে ,
নতুন ব্যাটারি তে কি সময়টাও তাড়াতাড়ি ফুরিয়ে যায় ?
এই ঘড়িটা তোরই দেওয়া আমাকে প্রথম উপহার
তোকে দেখেই কি আজ সে এতো চঞ্চল ?
সেই ঘড়ি এখন বলছে এবার ফেরার সময় ,
ফিরতে হবে আবার সেই চেনা ছন্দে ,
আবার হয়তো কোনও চেনা ভিড়ে দেখা হবে অচেনার
আবার শুরু হবে সেই চেনা যুদ্ধ ,
আবার অচেনার জয় হবে চেনা কে হারিয়ে ।।