ফিরে এসো স্বপ্নে
ফিরে এসো স্বপ্নে


আবারও ফিরে এসো স্বপ্নে
জলরঙ্গে এঁকে নেবো চিত্রপট
ট্রপোস্ফিয়ারের ঝঞ্ঝা তোমাকে পারবে না ছুঁতে
তোমার আকাশ সজ্জিত হবে সাতরঙ্গে।
দূরপাল্লার ট্রেনে চলে যাবো নিরুদ্দেশ
নিয়নবাতির মিছিলে মিলে যাবো ধীরে
পাহাড়িয়া সবুজে খেলা করবো দুজনে
সমুদ্রসৈকতে খুঁজে নেবো অজস্র ঝিনুক।
লক্ষীপেঁচার ডাক শুনে জ্যোৎস্নাটুকু মেখে নেবো
নেপথ্যে বেজে যাবে সুদূরের বংশীধ্বনী
অলির ঘ্রাণ নিয়ে ত্রিতালে মেতে উঠবো দুজনে
প্রণয়ের তরঙ্গে ঘুম ভেঙ্গে যাবে অনুভূতিদের।
নিশির দপ্তর হতে খুঁজে নেবো হৃদয়ের প্রশান্তি
স্মৃতির কোলাজ থেকে মুছে ফেলব মতানৈক্য
অভিসার ও বিশ্বাসের দোহাইয়ে আবারও গড়বো নতুন অধ্যায়
অভিমান ভুলে প্রতিষ্ঠা পাবে তোমার আমার লাল নীল সংসার।