বসন্তের আলিঙ্গন
বসন্তের আলিঙ্গন


তোর সঙ্গে কাটানো মুহূর্তগুলো আজও অম্লান।
বৈঠকী আড্ডায় গড়ে ওঠা সম্পর্কটা পেতে চায় সম্মান।
অবসন্ন বিকেলের সেই প্রথম আলাপটা ছিল বড্ডো রঙিন,
ভাঙ্গাচোরা কন্ঠে তোর সংকল্পটা ভুলে যাওয়া সত্যি কি খুব কঠিন!
আমার শত বদভ্যাসগুলো মেনে নিতে তুই তো ছিলি প্রস্তুত;
তোর আবদারের প্রস্তাবগুলো আজ কিন্তু খুব অদ্ভুত।
বক্তব্যের শিরোনামে থাকা তোর পুঞ্জীভূত নালিশুলো ছিল অসম্ভব মিষ্টি;
বৈশাখের সেই প্রথম বৃষ্টিতে ভিজতে পেলেই তোর হত ভীষণ তুষ্টি।
হঠাৎ করেই অজানা ঝড়ে অভিন্ন সত্ত্বা হল বিচ্ছিন্ন;
তোর গানের সুরগুলো তাই বিলাপের স্বরে আজ বেশ উচ্ছিন্ন।
আমার বসন্ত এলোমেলো হয়ে তোর পথ পানে চেয়ে রয়;
একাকীত্বের মুহুর্তগুলো অবিরত তোকে পেতে চায়।
শত অভিসারের বিরহবেদনায় আমার বসন্ত শুধুই ফ্যাকাসে;
দিবানিশির আড়ালে লোকানো স্মৃতিগুলো তাই ঝলসে পড়েছে অপনয়নের মূর্ছিত বিবসে।