STORYMIRROR

Ronak Banerjee

Fantasy

2  

Ronak Banerjee

Fantasy

পুতুল

পুতুল

1 min
422



বিরাট একটি মেলা হচ্ছে প্রাঙ্গণে,

সার্কাস, মৎস্য ও প্রাণিসম্পদ পরিবেশন এবং একটি পুতুলখেলা

দর্শনার্থীদের নজর কেড়েছে পুতুল।


রংবেরঙের পোশাক পরিহিত পুতুলের দল

সকলের নৃত্যকলা অনেকটা এক‌ইরকম;

বাস্তবতার কঠোর প্রতিফলন ঘটছে ভিন্ন আঙ্গিকে।


দুটো পুতুলের বিয়ে হচ্ছে, একটি পুতুল খুন করছে, কিডন্যাপ করছে

অপর একটি পুতুল আইনের পথ ধরে অপরাধীকে গ্রেফতার করছে

একটি পুতুল মঞ্চে বক্তব্য রাখছে, বর্তমানে তিনি সমাজসেবী।


পদার্থের তিনটি অবস্থা, কঠিন,তরল, গ্যাসীয়

পুতুল ও তাই,এরা সম্পর্ক ভাঙ্গা-গড়ার ভিত্তিপ্রস্তর

আর্শীবাদপুষ্ট একটি পুতুল কার‌ও জীবনে টেডিবিয়ার হয়ে থেকে যায়;

অভিশপ্ত টেডি জীবনভর 'অ্যানাবেলা ডল' র প্রতিভূ।


একটি স্টলে বার্বি ডল, টেডি বিয়ার ও কার্টুনের পুতুল

এদের মধ্যে বেস্ট সেলার টেডি বিয়ার;

কারণ সম্পর্কে একসাথে বেঁধে থাকতে ওরাই পারে,

প্রয়োজনে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy