প্রস্তাব
প্রস্তাব
রাতের অন্ধকার,
জোনাকি ও তারাদের কাছে প্রস্তাব রাখে অল্প আলোর;
সঙ্গে যুক্ত হয় অবিরাম ঝিঁ ঝিঁ ডাক।
প্রভাতী আকাশ,
সূর্যের নিকট প্রস্তাব রাখে একটি রোদ ঝলমলে দিনের;
আর অসংখ্য সাদা মেঘের ভেলার ক্লান্তিহীন চলাচল।
একটি ভোর,
মোরগের নিকট প্রস্তাব রাখে সকলের ঘুম ভাঙ্গার;
সঙ্গে বয়ে যায় সুস্থ নির্মল শীতল প্রশান্তি বাতাস।
একটি সিনে পরিচালক,
প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীর কাছে প্রস্তাব রাখে অভিনয় করার;
প্রফিটের সঙ্গে উপরোক্ত পাওনা সিনে অ্যাওয়ার্ড।
দুটো অজানা মানুষ, দুটো ভিন্ন সত্ত্বা,
একে অপরকে ভালো লাগার পর প্রেমের প্রস্তাব দেয়
;
সঙ্গে আবিষ্ট থাকে হাসি-কান্না, আনন্দ-বেদনার মিশ্র প্রতিক্রিয়া।
দীর্ঘদিনের একটা সম্পর্ক,
প্রস্তাব রাখে শীঘ্র শুভ পরিণয়ের;
হাতে-হাত রেখে সাতজন্মের অটুট বন্ধনের।
একটি ফুলের কুঁড়ি,
প্রস্তাব দেয় সুন্দর ভাবে প্রস্ফুটিত হওয়ার;
তার সুবাসে পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলার।
প্রস্তাব,
শুধুই একটি শব্দ বা অবস্থা নয়,বিরাট একটি কর্তব্যও;
এ পৃথিবীর সকলেই প্রস্তাবিত বিধাতার কাছে।