গোলাপ
গোলাপ
এখনও কি যত্ন করে গোলাপের ঘ্রাণ মাখো ?
নতুনের কোলে মূর্ছা গিয়ে অভিমান তুমি করো!
এখনও কি নীল শাড়িটার বায়না তুমি ধরো;
নাকি সেই আবদারগুলো বিস্মিত হয়ে জড়িয়ে ভালোবাসো।
এখন কি আর আগ্ৰহবসে বিস্তর প্রশ্ন করো;
হারানোর ভয়ে দুর্বল হয়ে মিথ্যে সংশয় করো
এখনও কি দুঃখ পেলে নীলিমার তারা গোনো?
বহু পুরানো ভাঙ্গা রেকর্ডে আমার কন্ঠ শোনো
কাঙ্খিত আশায় হতাশার ক্ষত আজও কি লাগে
ভালোবাসা কি আজ হারতে বসেছে সংস্পর্শের আগে??

