STORYMIRROR

Ronak Banerjee

Romance Tragedy

1  

Ronak Banerjee

Romance Tragedy

আলিঙ্গন

আলিঙ্গন

1 min
346



 ব্রততী,একটি লতা জাতীয় উদ্ভিদ

একটি গুল্মকে অবলম্বন করে বেড়ে ওঠে;

একটি বৃক্ষ তার ডালপালা মেলে ধরে মাটিকে আলিঙ্গন করে।


একটি সিলিং ফ্যান, সিলিংয়ের ভারে ঝুলে থাকে,

একটি ঘুড়ি মহানন্দে নীলাকাশে ভেসে বেড়ায়;

দিগন্ত রেখায় মহাশূন্য ও ভূমির নিঃস্তব্ধ আলিঙ্গন।


একটি খেলায় হার-জীতের পর সম্প্রীতি রক্ষায় খেলোয়াড়দের আলিঙ্গন,

পূর্ণিমায় চাঁদের সঙ্গে জ্যোৎস্না তিথির নৈসর্গিক প্রেম

একটি শিশু তার প্রিয় খেলনা-পুতুলকে বুকে জড়িয়ে রাখে নিষ্ঠাভরে।


প্রাকৃতিক ও কৃত্রিম বিপদ থেকে আত্মজকে রক্ষার্থে অগ্ৰজ সর্বদা সচেষ্ট,

দীর্ঘদিন পর সন্তানের দেখা পাওয়ার পর

অসীম আনন্দে পিতা-মাতার আলিঙ্গন;

স্মৃতির কোলাজে অসংখ্য ঘটনা থেকে যায় যা বারবার নষ্টালজিয়া হয়ে আবেগের নিকট ধরা দেয়।


একটি মাকড়সার জাল বুননের সময় ধীরে ধীরে শূন্যের আলিঙ্গন,

শ্রদ্ধা,স্নেহ ও আবেগীয় অন্তরঙ্গতায় প্রেমিক প্রেমিকাকে বাহুডোরে আবদ্ধ রাখা,

কর্মব্যস্ত জীবনের পর প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো সূত্রে দম্পতির আলিঙ্গন।


একটি কবির কাছে তার কাব্য, একটি শিল্পীর কাছে শিল্প যেমন বহুমূল্য

একটি প্রেমিকের নিকট তার প্রেমিকার কোল যেন বিশ্বাসের তপোবন

দীর্ঘ অভিমানের পর প্রেমিকাকে জোর করে আলিঙ্গন সত্যই স্বর্গসুখ,

প্রেমিকের উদর যেন নিশ্চিন্ত নিবাস, কল্পনাতীত রূপকথার শিহরণ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance