STORYMIRROR

Nityananda Banerjee

Tragedy Classics Fantasy

4  

Nityananda Banerjee

Tragedy Classics Fantasy

নতুন

নতুন

1 min
361

নতুন বছর নতুন দিনের শুরু ;

কুয়াশা ভরা আকাশ তলে রবি,

পুরানো আমি বুক করে দুরুদুরু ;

মানিয়ে নিতে যেন না হই ছবি ।

এক কালে যা' ছিল সোনা সোনা ;

এখন সবি পেতল পেতল লাগে ,

রোদ্দুর আজ নিজেই তিন কোনা ;

এককোণে তার সোনার পিদিম জাগে ।

কেউ শোনেনি আমার কোন কথা ;

বিনে পয়সায় উপদেশ দিই বলে ,

লিখলে পরে ভাবে কোন চোথা ;

দাও ফেলে দাও নর্দমারই জলে ।

বাড়ির ছাদে সভ্যতার কালো ধূলো ;

বিবর্ণ হয় জুতো কাপড় জামা ,

ফর্সা গায়ে সকল মুখের নুলো ;

আমি বলি ' ওরে ! এবার থামা !

চলছে জগত পাঁচটা দিনের মত ;

গা ভাসিয়ে স্বভাব সিদ্ধ রূপে ,

আমিও নিজে হয়ে গেছি সংযত ;

আমার চেয়ে ভদ্র কেবা ভূপে ।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy