নারী তুমি
নারী তুমি


তুমি তো শুধু নারী নও,তুমি সর্বংসহা,
শতাব্দীর পর শতাব্দী,যুগ থেকে যুগ,
সয়ে চলেছ,বয়ে চলেছ অন্যের ভুল.....
শোষণ,ধর্ষণ,নির্যাতন এগুলো তো পোশকি
কথামাত্র,
কেউ কি কখনও উঁকি দিয়ে দেখেছে তোমার হৃদয়ে,আগ্নেয়গিরির উদ্গীরণে সৃষ্ট গহ্বরটা,বড় হতে হতে কত আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত হয়েছে?
তবুও তোমার সইবার ক্ষমতা কমেনি এতটুকু...
ওহো ভুল বলছি,সইতে তো তোমাকে হবেই,
তুমি যে নারী......
কোন পিশাচ তোমার শরীরে কলঙ্ক লেপেছে বুঝি?
দুঃখ কেন করো,
দেখো না তোমারই মাটির মূর্তিখানি পাচ্ছে পূজা দেবীরূপে.....
ক্ষমা করো ওদের,আরেকটু সহ্য করো,
চিন্ময়ী সেবা বিনে কি মৃন্ময়ী সেবা হয়?
জানে না ওরা মূঢ়......
যখন সইতে সইতে সুমেরুর সব বরফগুলোকে,
গ্ৰাস করে নেবে সমুদ্রের জলরাশি,
মহাসমুদ্রের জলরাশি গ্ৰাস করবে গোটা পৃথিবীকে....
তখন আবার তুমি হবে আদৃতা,
তুমি ছাড়া নতুন সৃষ্টির বীজ বুনবে কে?
তুমি যে নারী,তুমি সর্বংসহা.....