STORYMIRROR

DEBA MONDAL

Romance Tragedy

4  

DEBA MONDAL

Romance Tragedy

যেদিন আমি হারিয়ে যাবো

যেদিন আমি হারিয়ে যাবো

2 mins
330

    যেদিন আমি হারিয়ে যাবো....

               কলমে-দেবা মন্ডল

একদিন আমি হারিয়ে যাবো তারাখসার মত

অজানা কোন এক ঠিকানায়!

হয়ত চোখের জলে সাগর পাড়ি দেবে তুমি

কিন্তু খুঁজে পাবেনা আমাকে !!

গল্পের পর্বে-কবিতার ছন্দে মিশে আছি আমি

সৃষ্টির রন্ধে রন্ধে আমার অস্তিত্ব!

একবুক কষ্ট নিয়ে আমাকে খুঁজবে উপন্যাসের পর্বে

তোমার ঝাপসা চোখ দেখতে পাবেনা আমাকে!!

তোমার কল্পনার রাজ্যে আমি হলাম রাজা

রাজ সিংহাসনে তুমিই তো আমাকে বসিয়েছ!

জীবন যুদ্ধে পরাজিত হয়ে যেদিন হারিয়ে যাবো

তুমি যতই খোঁজো সেদিন খুঁজে পাবেনা আমাকে!!

একদিন আমি হারিয়ে যাব এই পৃথিবী থেকে

গোধূলী বিকেলে আমাকে পাশে পাবেনা !

সেদিন আমার ঠোঁটের নিকোটিনের গন্ধটা

তোমার ঠোঁট ও শ্বাসবায়ু থেকেও হারিয়ে যাবে !!

ভালোবাসার এই মায়া জাল থেকে মুক্ত হয়ে

একদিন তোমাকে ছেড়ে চিরতরের মত হারিয়ে যাবো!

সেদিন তোমার অনুভূতি গুলো আমাকে খুঁজবে

যতই কাঁদো আমি ফিরে আসবেনা আর !!

যেদিন একাকীত্বের শুন্যতা তোমার গ্রাস করবে

তোমার উত্তাল মন আমাকে খুঁজবে পাগলের মতো!

তখন অনুভব করবে আমিই ছিলাম তোমার প্রানসখা

কিন্তু আমাকে সেদিন আর কাছে পাবেনা তুমি !!

আমার শাসন-স্নেহের বেড়িটাও তোমাকে বাঁধবে না

আমার কণ্ঠটাও তোমার কানে পৌঁছাবে না !

উদাসী কণ্ঠে সেদিন যতই কাঁদো না তুমি

আমার অস্তিত্বকে আর খুঁজে পাবেনা !!

তোমার উদ্বিগ্ন ললাটে-হরিণী নয়নে-সুমিষ্ট ওষ্ঠে স্নেহের চুম্বনে ঘুম পাড়াতে আমি আর আসবনা!

সেদিন যে আমিই ঘুমিয়ে থাকবো চির ঘুমের দেশে

পঞ্চভূতে মিশে যাবে তোমার পঞ্চাবতার সারথী !!

সেদিন তুমি যতই কাঁদো - যতই ডাকো

আমি আর ফিরে আসবো না .........!!!


Rate this content
Log in

Similar bengali poem from Romance