#মুক্তি
#মুক্তি


#মুক্তি
আজ শুনেছি তোমার অনেক নাম
খ্যাতিও ছড়িয়েছে বেশ
পালটে গেছো নতুন সুরের টানে
পাল্টানোটাই এখন অভ্যেস।
নদী যেমন আপন পথে বয়
বহমান এবং খরস্রোতা
পাল্টানোর রংগে গা ভাসিয়ে
অপ্রকাশিত প্রাপ্তবয়স্ক কথা।
একঘেয়ে একটানা সুর বাজে
অভ্যেসের কাঠগড়ায় দাঁড়িয়ে
মুক্ত আকাশ মুক্তি চায় গোপনে
অনভ্যেসের দিকে দুহাত বাড়িয়ে।
#দেবস্মিতা