মেঘের ভেলা
মেঘের ভেলা
আকাশ গান গাইছে আপন মনে
বাতাস যেন তারি কথা শোনে,
চারিদিকে মেঘের দল ভারী
বিদ্যুৎ যেন জ্বলন্ত তরবারি,
উদাস মন হয় আনমনা
নিবিড় পথে নিত্য আনাগোনা,
মনের মাঝে আরেকটা মন আছে
বিদায় নেওয়ার পালা তার কাছে।।
আকাশ গান গাইছে আপন মনে
বাতাস যেন তারি কথা শোনে,
চারিদিকে মেঘের দল ভারী
বিদ্যুৎ যেন জ্বলন্ত তরবারি,
উদাস মন হয় আনমনা
নিবিড় পথে নিত্য আনাগোনা,
মনের মাঝে আরেকটা মন আছে
বিদায় নেওয়ার পালা তার কাছে।।