বন্ধু চল
বন্ধু চল


পূবদিকের ওই গগনপানে
মন যেখানে সত্যি টানে
অহংকারকে তুচ্ছ করে
মনের তাগিদে মনের জোরে
সেই দিকেতে সেই পথে
বন্ধু যাবি আমার সাথে?
সুখের মাঝেই আছিস বেশ
দুখের তাই নাইকো রেশ
রাজা হবি মনের অটুট
দুখকেই করে মাথার মুকুট
হবি সাথী হাতে হাত রেখে
যাবি কি তবে আমার সাথে??
নকল কাজে ব্যস্ত থেকে
মন ভাবে তা ভীষন দামী
আসল কাজ বোঝেনা মন
তাই উন্মুখ উতলা বিপথগামী
সেই পথের হদিশ মেলে যাঁর চরণে
বন্ধু যাবি কি সেই পূবগগনে।।