প্রেম এসেছিল যৌবনে
প্রেম এসেছিল যৌবনে


প্রেম এসেছিল যৌবনে
মনের মিলনে অতি সঙ্গোপনে
কখনো দখিন হাওয়ায়, কখনো বা অপেক্ষায়----
আবার, কখনো মনের মাঝের গভীর আকুলতায়।।
শব্দেরা ভাব পেয়েছে তখন,
তুচ্ছতায় যখন তখন
বাধ সাধলো ঝোড়ো হাওয়া এসে মনের ঘরে
তার নিঠুর হাতছানিতে মন নুইয়ে পড়ে,
কল্পনা বা কোথায় হারায় সত্যিরই জোরে....
গল্পকথা লাগে, মন অন্যকথা শোনে..
সত্যি কি প্রেম তবে এসেছিল যৌবনে??