মনে আছে তোমার ?
মনে আছে তোমার ?

1 min

577
তোমার চোখের তলায় কালো দাগ এখনও আছে ?
প্রায় সারারাত আমরা পাগলের মতো কথা বলতাম
মনে আছে তোমার ?
বাড়ির কত বকুনিগুলো কি ভুলে গেছো তুমি ?
খাওয়ার সময়ও পাশে থাকতো মোবাইলটা
মনে আছে তোমার ?
মাঠে ফড়িং দেখলে এখনও ধরতে যাও ?
পড়ার নাম করে কতবার বেরিয়েছি
মনে আছে তোমার ?
নীল রঙ কী আজও প্রিয় তোমার ?
নীল সালোয়ার পরলে ‘ রাজকন্যা ‘ বলতাম তোমাকে
মনে আছে তোমার ?
আমার সাথে কথা বলতে ইচ্ছে করে কখনও ?
কোনও কথা আমাকে না বলে কাটতো না এক মুহূর্ত
মনে আছে তোমার ?
তোমার অবকাশে আমি এসেছি কখনও ?
কথা দিয়েছিলে ছেড়ে যাবেনা কোনোদিন
মনে আছে তোমার ?