STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

মায়ের চোখে জল

মায়ের চোখে জল

1 min
3

বছরের পরে বছর আসে, সমাজটা বদলায় না

অমানবিক নৃশংস ঘটনা ঘটে একটার পর একটা।

নির্ভয়া থেকে কামদুনি, কামদুনি থেকে হাথরস,

এ এক হাড়হিম দমবন্ধ করা সবলের যৌন সন্ত্রাস।


অনেক কষ্টের ধন, চোখের মানিক আদরের মেয়ে,

হঠাৎ সব স্বপ্ন ভেঙে দিল সে নিজের জীবন দিয়ে।

মরতে বাধ্য হলো অসভ্য পশুদের নোংরা কামনায়

আশা ছিল সন্ত্রাস হারবে,মৃত মেয়েটি পাবে ন্যায়।


হলোনা তার ইচ্ছাপূরণ, হলো মানবতার পরাজয় ,

বিচারের বাণী নিভৃতে নীরবে কাঁদে - কঠিন সময়।

অসুর দমন করার জন্য ভক্তের আবেদন প্রবল,

বিজয়ার সিঁদুর খেলায় দেখে মায়ের চোখে জল।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy