STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

কৃপা

কৃপা

1 min
279


Week-14

কৃপা 

      মানিক চন্দ্র গোস্বামী


মাঠের মাঝে গাছের ছায়ায় বসে আছে এক লোক,

বেদনা-মলিন মুখমন্ডল, চাহনিতে ঝরে শোক ।

সারাদিন খেটে ক্লান্ত হয়ে, নির্মল ছায়া মাঝে;

লভিছে বিরাম, একটু আরাম, অবসর নেয় কাজে ।


সকাল হতেই জল-ভাত খেয়ে বেরিয়েছে বাড়ি ছেড়ে,

কাজের মাঝে ভুলেই গেছে খোকা যে পড়েছে জ্বরে ।

সারারাত শুধু প্রলাপ বকেছে, ঘুম হয়নি যে আর;

ডাক্তার কোথা, চিন্তায় দ্রুত করছিলো ঘর-বার ।


বৃষ্টি হওয়ায় কাল রাতে খুব, সকাল হতেই মাঠে

;

জমির হালটা জীবনের হাল, ভাঙলে নামবে পথে ।

ভবিষ্যতের সোপান গড়িছে ধরণীর বুক চিরে,

প্রকৃতির দানে হাসিবেক প্রাণ, গোলা যে উঠিবে ভরে ।


ত্রস্ত পায়ে ঘরেতে ফেরা, দিনের শেষে সাঁঝে;

হৃদয়ের মাঝে হাঁপরের তাল, শব্দ কানেতে বাজে ।

নিয়ে একরাশ জটিল চিন্তা, ঘরের মাঝেতে ঢুকে;

খুশির জোয়ারে ভেসে ওঠে মন, ছেলেকে উঠতে দেখে ।


বয়সের ভারে ন্যুব্জ প্রাচীন, হঠাৎই দৈবযোগে;

গাছের মূলের ওষুধ বানায়ে খাইয়েছে দিবাভাগে ।

শুনিয়ে গেছে আশার বাণী, রুগ্নতা যাবে দূরে;

দেবতার এই অসীম কৃপায়, চোখ আসে জল ভরে ।



Rate this content
Log in

Similar bengali poem from Classics