ঝড়
ঝড়
Week- 50
ঝড়
মানিক চন্দ্র গোস্বামী
ডাকছে মেঘ, কাঁপছে মন,
উদাম ছোটে পাগল সমীরণ।
শব্দ জাগে শন শনা শন,
পৃথিবীর বুকে ঝড়ের নাচন।
উথাল হাওয়া খরবেগে বায়,
ধূলো বালিকণা তীরবেগে ধায়।
সন্ধ্যা নেমেছে অকাল বেলায়,
আঁধারের বুকে আলোক হারায়।
আকাশ পাড়ে বিদ্যুৎ বেগে,
আলোর ঝলক মেঘের আবেগে।
জলদ খেলায় সহসা বীতরাগে,
ধরণীর বুকে ঝড়িল সবেগে।
শুনতে পাবি ভয়াল আওয়াজ,
ওলো তোরা আজ,
ফেলে শত কাজ,
ঘরে বসে দেখ প্রকৃতির সাজ।
ধৈর্য্য ধরে সংগোপনে,
চুপ বসে থাক ঘরের কোণে।
আর্দ্র বাতাস বার্তা আনে,
শান্ত হবে ঝড়, শান্তির বরিষণে।