STORYMIRROR

Sanghamitra Roychowdhury

Classics

4  

Sanghamitra Roychowdhury

Classics

স্বপ্ন

স্বপ্ন

1 min
346

আমাদের স্বপ্ন,

কী কেবলই ঐ দুই আংটিতে?

নাকি তারও চেয়ে বেশি কিছুর আশাতে!

আমাদের স্বপ্ন,

আমার কাছে তো জন্মান্তরের,

তোমার কাছে তাও হোলো না রূপান্তরের?

আমাদের স্বপ্ন,

তবে থাক ধিকিধিকি আগুন হয়ে ছাই চাপা,

কখনো কোনো অবকাশে হবে লেলিহান শিখা আমাপা।

আমাদের স্বপ্ন,

প্রার্থিত উন্নীত হয় যেন আজীবন যুগ্ম সাধনায়,

কখনো হয় না যেন পর্যবসিত ঠুনকো বিশ্রী খেলায়।


(বিষয়: খেলা)


Rate this content
Log in

Similar bengali poem from Classics