শ্রীরূপ
শ্রীরূপ


Week-47
শ্রীরূপ
মানিক চন্দ্র গোস্বামী
আকাশ ভরা স্বপ্নের মাঝে
পেয়েছি উজ্বল এক তারা,
জটিল শতেক প্রশ্ন চোখে
আমি রয়ে গেছি দিশাহারা।
রাতের বাতাস ফুলের গন্ধে
বয়ে চলে সুখে মাতোয়ারা,
অবাক দুটি নয়ন তারায়
আঁধারের রূপ বচন হারা।
মনের মাধুরী ছন্দে ভেসে
সৃজন করেছে গতির ধারা,
বিনাশ বিহীন আবেশ ছোঁয়ায়
উছলিছে রাঙা ফাগের ধারা।
আকাশ তলে সাত সাগরে
জলের বুকে রঙের ধারা,
ভোরের পরশে দীপ্ত রবির
কিরণ মাখা আলোক ধারা।