প্রথম পদক্ষেপ
প্রথম পদক্ষেপ
জীবনের অ্যালবামে স্মৃতির সরণী বেয়ে ফিরি শৈশবে,
প্রাণোচ্ছল উদ্যমে ভরা ফেলে আসা রঙিন ছেলেবেলা,
ইচ্ছেঘুড়িদের এলোমেলো উড়ানে লেগে থাকা চাঞ্চল্য,
এরই মাঝে পাঠ্যবই সহ অন্যান্য গ্রন্থের তীব্র হাতছানি -
যে কোনও গল্প কিংবা কবিতার প্রতি অমোঘ আকর্ষণ,
রূপকথা, হাস্যকৌতুক, গোয়েন্দা, পৌরাণিক, ভৌতিক,
অনুপেক্ষণীয় সেই টানের প্রাবল্যটা ঘিরেছিল শিশুমন;
দ্বিতীয় শ্রেণীতে প্রথম লেখা খাপছাড়া সেই ছোট্ট ছড়া,
কাঁচা বয়সের ওই ছয় লাইনেই মোহিত বংলা শিক্ষিকা,
সাহস জোগালেন তিনি, ক্রমে হয়ে উঠলেন অনুপ্রেরণা;
তাঁরই দেওয়াল পত্রিকায় লেখার সূচনা তৃতীয় শ্রেণীতে,
'অমৃতম্' এর সুধায় অপরিণত লেখনীও পেল সঞ্জীবনী,
সাদা ক্যানভাসে কবিতারা গড়ে তুলল আপন খেলাঘর,
এলোমেলো ভাবনাগুলো মুখরিত শব্দশৃঙ্খলে হল বন্দী;
নিদ্রা মুখাপেক্ষী বিস্তৃত স্বপ্নের চরাচর ডায়েরির পাতায়,
কালি ও কলমের খেলায় আবেগ আর শব্দের মেলবন্ধন;
সৃজনের মাদকতায় ভালো থাকার একমুঠো রসদ সন্ধান,
সেই তো শুরু, আজও অক্ষর যাপনেই খুঁজি ভালোবাসা।