ক্লেশের অনুভূতি
ক্লেশের অনুভূতি


Week-48
ক্লেশের অনুভূতি
মানিক চন্দ্র গোস্বামী
ঘুরেছি অনেক দেশ বিদেশে
ভ্রমণ পিয়াসী আমি,
সাগর তীরে, পাহাড় চূড়ায়
সবুজ বনানীর স্নিগ্ধ ছায়ায়
পৃথিবীর বুকে প্রকৃতির শোভা
মূল্যে অনেক দামি।
সুযোগ পেয়ে ঘুরে দেখেছি
কঠিন রুক্ষ মরু,
অগ্নি তপ্ত বা
লুকারাশির ঝড়,
যেথা দিনাতিপাত বড়ই কষ্টকর,
দুঃখ সয়েও প্রাণের আবেগ
প্রশান্তির দেবদারু।
পাহাড়ি জীবনে ক্লান্তিহীন শ্রমে
হাসির আড়ালে ব্যথা,
তুষার ধ্বসে প্রকৃতির তান্ডব,
আচমকা থেমে যেতে পারে
জীবনের কলরব,
তবু তারই মাঝে পাহাড়ের টানে
প্রাণের মালিকা গাঁথা।