আলোর ব্যর্থতা
আলোর ব্যর্থতা


শূন্যতার কোনো অবয়ব আছে কিনা জানিনা,
তবুও আসে!
সৃষ্টির সাজের ফাঁকেই তো শোনা যায় স্তব্ধতার অপেরা,
কেউ মানুক, আর নাই মানুক-
রাতের শহরের অন্ধকার কি ভরাট করা সহজ!
নাহ,
অনায়াসেই যে ফুরিয়ে যায় রাস্তায় সারি সারি দাঁড়িয়ে থাকা আলোর অহং;
ঠিক কতটা নিংড়ে নিলে রক্তের পোড়া গন্ধ মাখে, চুপচাপ!
আর চিৎকার নয়,
শুধু নিজেকে গুছিয়ে রাখা-
কখন মৃত্যু আসে ধ্বংসের বুট পড়ে,
আর নৈশভোজ সারে চেনা শব্দে।