STORYMIRROR

Dipshikha Chakraborty

Fantasy

2  

Dipshikha Chakraborty

Fantasy

সংসারী

সংসারী

1 min
751


জীবন শুধু চেয়েছিল এক চিলতে রোদ,


আমি তাকে আগুন দিতে চেয়েছি,


সকাল সন্ধ্যের খিদেটুকু ক্রমাগত বুঝিয়ে দেয়-

লাভ ক্ষতির যুদ্ধে কিভাবে ভরে গিয়েছে সাধের রান্নাঘরের দায়মুক্ত উনুন,


একটা দুর্বোধ্য পথ-

যে পথের ঝাঁঝালো অন্যমনস্কতার গন্ধে হারিয়ে যাওয়া যায় সহজেই,


যেন ভীষণ উন্মাদ এক ছায়া এঁটো হয়ে যাচ্ছে হলুদ আর পাঁচফোড়নের দাগে;


কিছুই ভাবার থাকে না আর,


শুধু পুড়তে হয়-

মানসিকভাবে মেনে না-নেওয়া যুদ্ধের কঠিন ফলাফলে;


এতটা শান্ত, অথচ বিধ্বস্ত!

একটা নীরব রঙের স্থিরচিত্র, 


জীবন তো শুধুই একচিলতে রোদ চেয়েছিলো,


জ্বলন্ত উনুন আগে থেকেই সবটুকু নিঃশ্বাসের উষ্ণতায় নিঁখুত সংসারী সাজিয়ে তুলেছে।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy