সংসারী
সংসারী
জীবন শুধু চেয়েছিল এক চিলতে রোদ,
আমি তাকে আগুন দিতে চেয়েছি,
সকাল সন্ধ্যের খিদেটুকু ক্রমাগত বুঝিয়ে দেয়-
লাভ ক্ষতির যুদ্ধে কিভাবে ভরে গিয়েছে সাধের রান্নাঘরের দায়মুক্ত উনুন,
একটা দুর্বোধ্য পথ-
যে পথের ঝাঁঝালো অন্যমনস্কতার গন্ধে হারিয়ে যাওয়া যায় সহজেই,
যেন ভীষণ উন্মাদ এক ছায়া এঁটো হয়ে যাচ্ছে হলুদ আর পাঁচফোড়নের দাগে;
কিছুই ভাবার থাকে না আর,
শুধু পুড়তে হয়-
মানসিকভাবে মেনে না-নেওয়া যুদ্ধের কঠিন ফলাফলে;
এতটা শান্ত, অথচ বিধ্বস্ত!
একটা নীরব রঙের স্থিরচিত্র,
জীবন তো শুধুই একচিলতে রোদ চেয়েছিলো,
জ্বলন্ত উনুন আগে থেকেই সবটুকু নিঃশ্বাসের উষ্ণতায় নিঁখুত সংসারী সাজিয়ে তুলেছে।