এলোমেলো ধূসর
এলোমেলো ধূসর


সাদা-কালোর এলোমেলো জীবন-
তবুও ভীষণ শান্ত,
ঢেউ ভাঙে, লেখা হয় অক্ষরের জলকেলি;
কখনো হাত ছুঁয়ে গড়িয়ে নামে যাযাবর বৃষ্টির বার্তা,
এরকম অগোছালোতেই তো হারিয়ে ফেলা যায় নিজেকে;
মেনে নিয়েছি-
এই একাকীত্বের আদর,
আর গোছানোর কথা ভাবি না!
কত সহজে গভীর থেকে আরও গভীরে হেঁটে যায় উত্তাল শব্দের মাদকতা,
স্তব্ধ হয়ে যাওয়া ক্যানভাসের ধূসর ছটফটানি তাও কিন্তু মাটি স্পর্শ করতে পারে না,
হয়তো চায় না!
অনিয়মে সাজানো এক পৃথিবী -
ব্যর্থ নয়, মৃত নয়!
একটা অলীক প্রণয়ের ঘোর-
বুঝতে না পারলে কোলাহল,
বুঝলে নেশাগ্রস্ত ঘেরাটোপ;
হয়তো কিছু দৃশ্যের শূন্যতাতেই তৈরী হয় জীবনের সবচেয়ে প্রিয় কবিতার প্ল্যাটফর্ম।