সময়
সময়


সময় শুধুই ঘড়ির কাঁটার অলিখিত এক ছবি,
জীবন ডাকে পুড়ছে হৃদয়, লিখবে না আজ কবি?
হিসেব রাখতে পারি না বলে এভাবে দেবে ফেলে!
শেষের চিঠি পৌঁছে দিতাম, ঠিকানাটা পেলে,
ভ্রম আজ গেছেই কেটে, নষ্ট প্রেমের মুখ,
পরিণত পাথর আমি, আর খুঁজি না সুখ।
অস্থির সব বিষের দায়ে, ভাঙা নীলের গান,
কবিতা ঠিক বুঝবে দেখো মিথ্যে অভিমান।