Dipshikha Chakraborty

Abstract

2  

Dipshikha Chakraborty

Abstract

জীবনের অঙ্ক

জীবনের অঙ্ক

1 min
1.4K


ঘরময় ঘুরে বেড়ায় একটা অসহ্য যন্ত্রণার ছায়া-


ভীষণ অস্থির, 


চোখ বুজে আসলেও ঘুমোতে পারি না কিছুতেই;


ঘামে ভিজে ওঠা প্রতিটি স্নায়ুর আবেশে জড়িয়ে থাকে অ্যালকোহলের পুরোনো আসক্তি,


বোকা মুহূর্তের হাততালি,

ক্ষয়ে যাওয়া সম্পর্ক,


সিলিং ফ্যানের সুইচটা অন করতেই টুকরো টুকরো হয়ে কেটে ছড়িয়ে পড়ে মেঝেতে;


পা পিছলে যেতে থাকে!


এখন বুঝি-


সমান্তরালে চলা দুটো লাইনের না-মেলানোর অঙ্ক..


Rate this content
Log in

Similar bengali poem from Abstract