STORYMIRROR

Manik Goswami

Classics Others

3  

Manik Goswami

Classics Others

পরশ

পরশ

1 min
116


Week- 46

পরশ  

মানিক চন্দ্র গোস্বামী  

  

একটু ছোঁয়া, একটু পরশ, জাগিয়ে তোলে প্রাণ, 

প্রকার ভেদে স্পর্শ শোনায় অনুভূতির গান।  

স্পর্শ কাতর লজ্জাবতীর লজ্জায় নত শির, 

আগুন ছোঁয়ায় কেঁপে ওঠে মনের দৃঢ় প্রাচীর।  

মাথার ওপরে পিতামাতার আশীর্বাদের পরশ, 

বাড়িয়ে তোলে দ্বিগুন তেজে মনের যতেক সাহস।  

শিউলির ন্যায় অভিমান ঝরে স্নেহের পরশ&n

bsp;পেয়ে, 

সুর ও ধ্বনির মধুর পরশ হৃদয়ের রেখা ছুঁয়ে।  

বাতাস  পরশে শাখা প্রশাখা, পাতায় লাগে দোল, 

রৌদ্র ছোঁয়ায় ধরণীর বুকে জেগে ওঠে হিল্লোল।  

উথালি তরঙ্গ, ছোঁয়া দিয়ে যায় বালুকা বেলার তটে, 

লালিমার ছোঁয়া দিগন্ত জুড়ে ছবি এঁকে যায় পটে।  

বসন্ত জুড়ে প্রেমের পরশ মনের গভীর কোণে, 

রঙের ছোঁয়ায় ভালোবাসার প্রদীপ জ্বলে প্রাণে। 

 


Rate this content
Log in