STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

3  

Manik Goswami

Romance Tragedy

ঝরে গেছে ফুল

ঝরে গেছে ফুল

1 min
184


ঝরে গেছে ফুল হৃদয় আকুল আশা যে তৃপ্ত নয় ,

হয়ে আনমনা  কাহার সাধনা এনেছিল মনে ভয় ।

দিবস অন্তে    মধু বসন্তে  কোথা সে গেলো হারায়

             আজি, আশা যে তৃপ্ত নয় ।।


দিয়ে ডালে দোলা গাছে গাছে ঝোলা পাখির কূজনে মেতে

প্রাণে সুমধুর    নাচিছে ময়ূর  পেখম চাঁদোয়া সাথে ।

সিন্ধুর জল     বাদলের ফল  ঝরিয়া পড়িতে চায়

               আজি আশা যে তৃপ্ত নয় ।।


একদা সবেগে   মনের আবেগে    চলেছিল কোন পানে,

অসীম আশা   করে যাওয়া আসা   তরী যে ভেসেছে টানে ।

বারে বারে এসে  বড় ভালোবেসে    হৃদয় করেছে জয়,

                 আজি আশা যে তৃপ্ত নয় ।।


মনের গভীরে ব্যথা জীবন ছুটিছে কোথা  প্রাণে জাগে সংশয়,

হৃদয়ে যা চায়   সকলি হারায়    কেবা দিবে বরাভয়,

দেখো তুমি চেয়ে  অনুভবে ছুঁয়ে    প্রলয়ে হবে না ক্ষয় ।

                 আজি আশা যে তৃপ্ত নয় ।।



Rate this content
Log in

Similar bengali poem from Romance