STORYMIRROR

Paula Bhowmik

Comedy Tragedy Inspirational

3  

Paula Bhowmik

Comedy Tragedy Inspirational

ইউ লাভ মি!

ইউ লাভ মি!

1 min
129

কাল সকালে ছিলো চোকড্ গলা আর ঠান্ডা কপাল,

দুপুর পর্যন্ত দেখে ওষুধ খেয়েও মাচালো ধামাল।

পড়াশোনার চেষ্টা তবু করেছি, পেরে উঠিনি,

জ্বর এলে নিজের হাতে কপাল ঠান্ডা লাগে এমনই।

নর্মাল জ্বর খুবই সামান্য, কিন্তু পায়ের ব্যাথা দুর্দান্ত!

বেশী জামাকাপড় সহ ঢুকি লেপে, নেই শীতের অন্ত।

ও মাইক্রন আই থিঙ্ক ইউ লাভ মি বাট আই ডু নট,

জ্বর সেরে গেছে ভেবে রাতে করেছি গরমে ছটফট।

মেরেছি ঢিল যত ছিল এক্সট্রা সোয়েটার চাদর, 

ও কবিতা শুধু তোকে ভেবে ভেবেই করেছি আদর।

মনে মনেই কিছুক্ষণ দু চার লাইন লিখলাম যা তা,

কপালে হাত দিয়ে দেখি আজও ঠান্ডা এই মাথা।

তার মানে হলো, জ্বরটা একেবারে সারেনি,

সারাদিন না পড়ে শুয়ে থাকতে হবে এমনি এমনি?

ওমিক্রন, নিশ্চয়ই শুধু তোর জন্যেই পাচ্ছি কষ্ট,

কিছু মনে করিসনা, কথাটা বললাম আমি স্পষ্ট। 

ভ্যাকসিন দুটোই নেওয়া আছে তাই, 

পারছি তোর সাথে করতে লড়াই । 

হসপিটালে, নার্সিংহোমে কিছুতেই আমি যাবো না, 

মনের জোরের চেয় তোর শক্তি বেশী, মানিনা ।

একটু সময় হয়তো লাগবে, কিন্তু সেরে উঠবই, 

আছে বিশ্বাস, আর সাথে সকলের ভালোবাসাই। 



Rate this content
Log in

Similar bengali poem from Comedy