ইকরা
ইকরা


হেরা পর্বতের গুহার মাঝে
তপস্যা রত মুহাম্মদের কাছে
এলো প্রথম খোদার বানী----
জেবরাইল মারফতে,
"ইকরা"------ পঠন করো !!
জেনে নাও নিজেকে,
তোমার আত্মাকে আর
তামাম বিশ্বব্রহ্মাণ্ড টাকে ।
জানলো পৃথিবীর জনে জনে,
সে ঐশ্বরিক বানী ,
করতে হবে জ্ঞানার্জন
মুক্ত জীবনের তরে ----।
তবু আজো দেখি শৈশব কত
নাম লিখিয়েছে মজুরের দলে,
শিক্ষা তাই রয়েছে দূরে সরে
ডুবছে শৈশব কত
অশিক্ষার অন্ধকারে ---!!
হে প্রিয় মুহাম্মদ
জ্বেলে দাও আর একবার
চেতনার প্রদীপ, তাদের মাঝে --
আছে যার সম্বল
দু'হাত বাড়িয়ে দিক উন্মুক্ত হৃদয়ে
তারা সবে ,
করতে নির্মূল অশিক্ষার অন্ধকার
এই পুণ্য ধরাধাম হতে -----।।