গাছ
গাছ
সবুজ পাতায় ভরা গাছ
ফুল গুলি সব সাদা !
চোখ মেলে দেখি কত
অপূর্ব সব ধাঁধা ।
পাতা যদি রং মাখানো
ফুল ফোটে না তাতে !
শেকড় নাকি মাটির নীচের
রস খাচ্ছে মোটে ।
ফল ধরছে গাছের গালে
টক মিষ্টি ঝাল !
শত চেষ্টায় পারবে না কেউ
এমনি কামাল ।
কে জানে কে গাছকে
এত সুন্দর করে সাজায় !
কভু একটা কভু পাঁচটা
ফল ধরে এক শাখায় ।
ছোট চারা হয়ে যায়
বিরাট বড় ছায়া !
গাছের কাটতে ডাল কাটতে
একটু করো মায়া ।
