এলোমেলো ইচ্ছে
এলোমেলো ইচ্ছে


অবহমান কালের প্রতীক্ষারত চাহনির,
চোখে চোখ রেখে, অনন্ত মুহূর্ত গুনতে চেয়েছিলাম আমি।
বোবা সুরে বেঁধে রাখা অভিমান,
আর এলোমেলো আবদারের প্রত্যাখ্যান,
প্রতি স্পন্দনে, মুছতে চেয়েছিলাম আমি।
হিসেবি সময়ের বেহিসেবি বাঁধন,
অহেতুক প্রশ্নের অবান্তরতায়, ভাঙতে চেয়েছিলাম আমি।
নীল মৃত্যুর পাথুরে নীরবতা,
আর স্মৃতির স্রোতে ভেসে যাওয়া না শোনা কথা,
প্রতি শব্দে, লিখতে চেয়েছিলাম আমি।
এক হঠাৎ কালবৈশাখী সন্ধ্যায়,
চোখ রাঙানো বিদ্যুৎ ঝলকে, মৃত্যুকে খুঁজতে চেয়েছিলাম আমি।
আকাশ ভাঙা বৃষ্টির শীতল আলিঙ্গন,
আর পৃথিবীর ভুলে যাওয়া, আদিম সুরের রোমন্থন,
প্রতি স্পর্শে, খুঁজতে চেয়েছিলাম আমি।