STORYMIRROR

Sudip Bag

Tragedy Others

2  

Sudip Bag

Tragedy Others

একটু উষ্ণতার জন্যে

একটু উষ্ণতার জন্যে

1 min
415


সময় সারণীর সিঁড়ি বেয়ে আগন্তুক ক্ষণ,

দিনযাপনের রোজনামচায় ওটাই যক্ষের ধন।

দিনলিপির নিয়ত আঁকিবুকিতে সুখের খোঁজে সব,

ভালোবাসা আর প্রেমের মাঝে সজল আঁখি নীরব। 

সুখে থাকার সুখী অভিনয়ে সবাই অভিনেতা,

কালের স্রোতে নিম্নমুখী প্রেমের গাঢ় উষ্ণতা।

বর্ধিষ্ণু জীবনের ক্ষয়িষ্ণু পরমায়ু,

নিত্য মনন অলীক স্বপ্নে বহমান বায়ু।

জীবন দীপের অন্তিম ক্ষণে খোঁজে আপনজন,

শেষের কবিতার শেষ পৃষ্ঠায় হিসেবের আলাপন।

হোক না যতই অভিমানী সময় ফিরে আসে,

নিত্য গীতির স্বরলিপির মাঝেও খাদ ভাসে।

সর্বভূক চাহিদারা দৈনন্দিন ঘৃতকেশ,

ছন্দ মেলানোর অভ্যাসে জীবন সুখের দেশ।


তবু, সূর্যাস্তের শেষ ওমে সবাই যখন হন্যে,

পূর্ণিমা জ্যোৎস্না পাঠায় একটু উষ্ণতার জন্যে।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy