একলা উদাস খেলার মাঠ
একলা উদাস খেলার মাঠ


একলা আছে উদাস হয়ে,
সবুজ ঘাসের খেলার মাঠ!
গোলপোস্টে জং ধরেছে
বলের ছোঁয়া পায়না আজ ।
খেলার ছলে খেলছে সবাই
মুঠোফোনের স্ক্রিনে,
সময় সেথা কয়েক মিনিট,
ঘাম ঝরে না শরীরে ---
জীবন এখন কেবলই ছোটে
ইঁদুর দৌড় এর ময়দানে,
বইয়ের ভারে ন্যুব্জ শিশু
ফুটবল নেই পায়েতে !!
ব্যস্ত জীবন ছুটে বেড়ায়
রোজগারের পিছনে,
ক্লান্ত শরীর অফিস বাবুর
সময় কাটে ল্যাপটপে ----।
কিন্তু সবার বুঝতে হবে
বাঁচতে যেমন অর্থ চাই,
রোগমুক্ত থাকতে হলে
খেলার মাঠে নামা চাই।
যদি ছুটতে থাকো কাজের পিছে
সকাল কিংবা রাত দিন,
দেখবে রোগের ভারে নুব্জ হবে
জীবন হবে অর্থহীন ----।।