একাত্ম হলাম
একাত্ম হলাম
আপনস্বার্থ ভুলে নিজেকে খুঁজে পেলাম
নিজের ভালোবাসায় নিজেকে পেলাম
তোমাকে পেলাম,শুধু আমার করে পেলাম।
আবেগী চুম্বন এঁকে তোমার দুটো চোখ
আমার করে নিলাম,আমার হৃদয়ে তোমার মুখ
বন্দী করে নিলাম,শুধু আমার করে নিলাম।
ঘুমের কোলে মাথা দিয়ে,এক আকাশের একশো তারা আপন করে নিলাম,
তোমার চোখের স্বপ্নগুলো আপন করে নিলাম,
শুধু আমার করে নিলাম।
একই নিঃশ্বাস একই প্রঃশ্বাস, একই ভরসা একই বিশ্বাস
হাজার শপথ তোমার সঙ্গে আপন করে নিলাম-
আমার প্রাণের শেষবিন্দু তোমার প্রেমে উজাড় করে সম্পূর্ণ নিঃস্ব হলাম।
তোমায় কাছে পেলাম ,তোমার আমি হলাম
শুধু তোমার আমি হলাম।

