এক পা চিতাতে যখন
এক পা চিতাতে যখন
না , আমার কোন ক্লেশ নেই
নেই কোন তাপ উত্তাপ , আশ্লেষ
আজ আছি কাল নেই এমনবস্থাতে
কোন আবেগের স্থান আছে কি ?
না নেই , এক পা চিতাতে তুলে
কারোর জীবনে অনুপ্রবেশ
একদমই হাস্যকর ও অবাঞ্ছিত
মারণ রোগ প্রতিরোধ অসম্ভব
কন্যারে বৈধব্য তোর অবশ্যম্ভাবী রে
দূরে সরে থাক যদি রঙ ভালোবাসিস
কাজল কালো আঁখির তারায়
মেঘ জমাটা একেবারেই বেমানান
জল টলমল চোখ লুকিয়ে
হাসি মুখে দেখি তোকে
জ্বলন্ত কুপির আলোয় রূপবতী
সে মেয়ে মেঘবরণ কন্যা
উপেক্ষা করতে পারিনা তাকে
মৃত্যুকে আলিঙ্গন করতে ইচ্ছা হয়না
ভিজে ঠোঁট দুটো অস্থির করে তোলে
আরও এক এক পেগ করে
সোমরসে ডুবে যাই তারপরেও
মাথার ভিতর ঘুরপাক
সমস্ত শরীরে ঢেউ , আস্ফালন
ছিন্নমূল উদ্বাস্তুদের মত তরপে মরি ।।
