বেহাগের সুর
বেহাগের সুর
কখনো অনুভব করিনি স্পর্শ তার জলচক্রে
তুমি যেন এক অশরীরী ছায়া , চুষে খাও ক্ষরণসমূহ
কুয়াশা-মথিত মধ্যবর্তী জোড় , চাঁপা ফুলের গন্ধ
ভেসে আসছে গহর জানের গজল .. বসেছে মজলিস
দূর থেকে দৃশ্যমান ঊরুদেশের অন্তরালে আমূল বিষাদ ,
বারঙ্গনা বলে কি মন থাকতে নেই ?
ওদের জন্য শুধুই কি শুধুই ঠুংরি গজলের ঝংকার ?
ভেসে আসছে শীৎকার ধ্বনি গজল গেল থেমে
বেহাগের সুরের বদলে এখন খেলবে কুতকুত চোখ জোড়া , ছড়িয়ে দেবে আশটে গন্ধ ।
চাটুল চপল ছলনাময়ী চোখ দুটোর কাজল গেছে ঢেবরে ।।
