উল্লাস
উল্লাস
প্রাক্তন এই জন্মে তোমাকে মুক্তি দিলাম ।
যাও আরো একবার খুঁজে নাও অন্য কোন মন ,
যাকে তোমার অদৃশ্য ছুরিকাঘাত দিয়ে ক্ষতবিক্ষত করে তুমি মেতে উঠবে পাশবিক উল্লাসে ।
যাও তোমার অপরাধী সত্তা কে ক্ষমা করে দিলাম ।
কারণ প্রতারিত হওয়ার পরও বোকা মন
বারবার বলছে আমাকে এখনো যে ভালোবাসা বাকি ।
সময় উত্তর দেবে ঠিকই , ফিরে পাবে যা দিয়েছ ।
কোন পাওনাই যে বাকি রেখে মানুষ পৃথিবীর মায়া ত্যাগ করে না ।
