STORYMIRROR

Rima Goswami

Tragedy

3  

Rima Goswami

Tragedy

আগুন পাখি

আগুন পাখি

1 min
387


বর্ষায় টালমাল উপত্যকা

স্বপ্নে পাওয়া চুম্বনের ক্ষত

চারদিকে ছমছমে নিস্তব্ধতা

মেঘ কেটে আকাশে ধূসর চাঁদ

অফুরান কথামালা , অফুরান রহস্য

স্বপ্নমাখা রোমাঞ্চের রাত

ডালে ডালে ফুটে উঠেছে কামিনী

দাওয়ায় বসেছে দুঃখ ও বৃষ্টি

কালো অসুখের গল্পের মাঝে ঘুম

তোমার আদুরে বুকের প্রান্তরে

এটা আসলে হিসেব নিকেশ

পার্থিব প্রেম বলে কিছুই নেই

প্রেম তো মাত্র প্রানের আরাম

সময় কাটানোর জন্য ছলচাতুরী

গুনি সময়ের ধুলোবালি

আগুন পাখি আজ খাঁচা ছাড়া ।।


Rate this content
Log in