কলঙ্ক
কলঙ্ক
অদম্য ইচ্ছা গুলো যদি উড়তে চায় উড়তে দাও
মরতে তো একদিন হবেই ডানা ভেঙেই হোক
বা মরতে হবে অতৃপ্তির আগুনে জ্বলে জ্বলে
থাকুক না জীবনে কিছু না পাওয়া , বা কলঙ্ক
চাঁদের কদর অনেক , তার দাম রূপের উপমায়
যদিও তার জন্যও বরাদ্দ কলঙ্ক নামক নির্মম সত্য
আসার হয়ে যাবার আগে একবার হলেও চেষ্টা করো
পারলেও পারতে পারো ছুঁতে ওই নীলাভ আকাশ ।
