ফিনিক্স
ফিনিক্স
ডানা ছাটা একটা পাখি , পায়ে তবুও শেকল
অসংখ্য বেড়াজাল ডিঙিয়ে স্বাধীনতা ভুলেছে
তবুও মনের মধ্যে কোথাও আছে ফিনিক্স
একদিন জাগবে , প্রলয় আসবে সেদিন দেখো
মেঘলা আকাশ চিড়ে , শনশনে বাতাস কেটে
কড়কড়ে বাজকে উপেক্ষা করেও সে উড়বে
ফিনিক্স জাগবে একদিন ঠিক দেখো , জাগবেই
শক্ত করে বাঁধতে বাঁধতে ওকে আরো কষ্ট দাও
ভেঙে যাক ধৈর্যর বাঁধ , চুরমার হয়ে যাক সব
অশান্ত হয়ে উঠুক মনের দ্রাঘিমা , ফটুক আগ্নেগিরি
ধূলিসাৎ হবে শেকলের বেড়ি , অহংকারের বজ্র
উড়বে সে , লুটবে আকাশ , বাঁচবে রাজার মত ।
